কেউ মরে ঠান্ডায়
কেউ মরে গরমে।
কেউ মরে প্রাণ ভয়ে
কেউ মরে সরমে।

নেতাদের দুর্নীতি
পৌঁছেছে চরমে।
আহা দীন দুখি যারা
মরে আছে মরমে।

প্রত্যেকে ক'রে খায়
নিজ নিজ করমে।
পথে ঘাটে মরে লোকে,
সইছে না ধরমে।
  -----------