দুই চোখে যে সকাল বেলার ফুলের মতো
                         হাসতে পারে
এই জগতে স্বার্থ ভুলে
                সেই তো ভালোবাসতে পারে।
অন্য লোকের হিংসা লোভে
                 নয় সে কাতর ব্যথায় ক্ষোভে
সকল বিরাগ বিভেদ ভুলে
                 সেই তো কাছে আসতে পারে -
 দুই চোখে যে সকাল বেলার ফুলের মতো
                        হাসতে পারে।

উন্মেলিত হৃদয় যে তার
                 শতদলের পাপড়ি সম,
ভক্তি ভরে সবার মাঝেই
                  দেবতাকে জানায় নমো।
সকল বিপদ বরণ ক'রে
                   নিজের বিশাল বক্ষে ধ'রে
দূরের আকাশ ভরিয়ে সুরে
                   মেঘের মতো ভাসতে পারে।
দুই চোখে সে সকাল বেলার ফুলে মতো           
                             হাসতে পারে।।
                  ------------