এই ছিল কড়া রোদ
          এই নামে বৃষ্টি।
প্রাণ পায় খর তাপে
          তেতে ওঠা সৃষ্টি।

নিমেষেই কেড়ে নেয়
          ভাবুকের দৃষ্টি
ঝরে জল সুশীতল, 
          লাগে ভারি মিষ্টি।

ভিজে ওঠে ছায়া ঘেরা
          অশথের নিচটি,
সবুজ ঘাসের ঘ্রাণে
          ফেরে নব কৃষ্টি।

আষাঢ়ের ভাষা কানে
          লাগে সে কী মিষ্টি।
আহা ঝরে ঝরো ঝরো
          বাহারি এ বৃষ্টি।।
          ---------