মাত্রা মিলের ফ্যাসাদ সে তো মস্ত বড়।
করতে থাকে লেখককে তা থাকে ত্রস্ত বড়।
কোন্ কথাটি মিল খাবে কোন্ কথার সাথে
ভাববে ব'সে কে-ই বা নীরবতার সাথে !
ছন্দ নিয়ে ঘাম ফেলে কী সার্থকতা !
খুঁজে খুঁজে মিলছে না হায় আর তো কথা।
যেমন খুশি ছন্দ কি হয় মাপ না থেকে !
জোর ক'রে নয়, আসলে আসে আপনা থেকে।
গাঁথার যে, সে গাঁথতে থাকে ছন্দ মালা।
বক্ষ জুড়ে আনন্দ তার গন্ধ ঢালা।।
----- x -----