ছড়াওয়ালা, ছন্দে মালা
গাঁথছ, সাধু সাধু।
হে ছড়াকার, দেখাও তোমার
কাব্য কথার জাদু।
ছন্দ মিলের কারসাজিতে
চাও কি তুমি চমকে দিতে !
চাও কি যাতে নৃত্যে মাতে
নাতির সাথে দাদু !
নাও ভেবে নাও, কেমনটি চাও,
দেখাও মোহন জাদু।
পথটি চেয়ে বসেই আছি,
পাই না তেমন ছড়া
মন মাতানো মজার সাথে
ছন্দ সুধায় ভরা।
চতুর্দিকে হাজার কবি
হাঁকছে কথা, আঁকছে ছবি,
লাগছে কোথায় পড়ার পরে
তেমনটি সুস্বাদু !
হে ছড়াকার, দেখাও কথার
চকমকি আর জাদু।।
------ x -----