হঠাৎ কখনো
কারও কোনো লেখা প'ড়ে -
তা গল্পই হোক বা কবিতা,
অনেককে বলতে শুনি
বাঃ, খুব সুন্দর তো
বেশ আধুনিক ঢংএ লেখা।
পাঠকও জুটে যায় মেলা।
যেন এক পাঠক থেকে আর এক পাঠকে
ছড়িয়ে পড়ে আবেশ,
অনেকটা ছোঁয়াচে রোগের মতো।

একদিন মনে হল
অনেক তো লেখা হল ছন্দ মিলের কবিতা
মোলায়েম ভাষায়
সেকালের  ঢংএ।
দেখা যাক-না কেমন হয়
দু'কলম লিখলে
আনকোরা আধুনিক ভাষায়।
যেখানে না থাকবে
ছন্দের দেখনাই
বা মিলের ঘ্যানঘ্যানানি।
থাকবে স্পষ্ট ভাষায় সত্য কথন
একেবারে সপাটে ব্যাট চালানোর মতো।
ক্রমে ক্রমে যেমন হয়ে যাচ্ছে
একালের জীবন যাত্রার ধরন ধারন,
চলন বলনের ভঙ্গিমা ও রকম সকম।

ভদ্র পোষাক পরা কোনো সুদর্শন যুবক
কত সহজেই হয়ে যায়
বদমেজাজী হিংস্র
কত তুচ্ছ কারণে।
কিম্বা কত সুবেশী সুন্দরী রমনী
সামান্য স্বার্থের কারণে
হয়ে ওঠে মুখরা নির্মম
একেবারে শ্রীমতী ভয়ংকরী।

ছোটদের স্নেহ করা
বড়দের করা সম্মান,
আর দুস্থ বা অসুস্থকে বাড়িয়ে দেওয়া
সহানুভূতির বা সাহায্যের হাত -
এসব আগে দেখা যেত
হয়তো বা কখনো কখনো।
আর এখন গতির যুগ
প্রবল অগ্রগতির যুগ
সময় নেই কারও
কারও দিকে ফিরে তাকাবার।

তবু লিখে ফেললাম
এলোমেলো দু'চার কলম,
যদি কারও চোখে পড়ে !
       ------------