লিখতে থাকুন, লিখতে থাকুন।
কলম ও মন সতেজ রাখুন।
নিত্য কিছু লিখতে থাকুন,
আশায় ভাষায় চিত্র আঁকুন।
ভাবুন এবং লিখতে থাকুন,
ঝিমোয় যারা, জোরসে হাঁকুন।
কাব্য ছড়া লিখতে থাকুন
দুধ থেকে তার জলকে ছাকুন।
ছন্দে মিলে লিখতে থাকুন,
শ্রোতাদেরও দুলতে ডাকুন।
নেশায় প'ড়ে লিখতে থাকুন
তাইতে ব্যথা দুঃখ ঢাকুন।
দোহাই দাদা, লিখতে থাকুন
আবেশ মাখুন, লিখতে থাকুন।
-----------