আসরের যত কবিরা আমাকে বন্ধু কি মনে করো না !
যা লিখি পড়ো তা দুই-চার জনে, অনেকেই যেচে পড়ো না।
কত ভাব জাগে, লিখি কী আবেগে বন্ধুরা সেটা বোঝো কি !
কত অনুরাগ ঝরে সে লেখাতে, হায় কেউ তাকে খোঁজো কি?
হয়তো হালের কবিদের মতো অত আধুনিক লিখি না,
তাই কি নবীন তোমাদের মনে ছন্দ বাঁধনে টিকি না !
অনিয়ম দেখে হয়তো জোরাল প্রতিবাদে মুখ খুলি না,
তীব্র ভাষাতে সাগরের মতো উত্তাল ঢেউ তুলি না।
ছন্দকে ভেঙে খান খান ক'রে গদ্যের ভাষা বলি না,
তপ্ত আলোকে দীপ্ত শিখাতে দাউ দাউ ক'রে জ্বলি না।
হয়তো ঘোচাতে শৃঙ্খল যত    সজোরে ঘা দিতে পারি না,
যতই আঘাত লাগুক জীবনে, ছন্দকে আমি ছাড়ি না।
ছন্দের সাথে দুই পা মেলাতে     পেরেই তো খুশি হয়েছি
ঝঞ্ঝা বাদলে জোরাল মাদলে ছন্দেই ম'জে রয়েছি।
দুঃখ বেদনা, প্রেম প্রীতি সুখ, যখনই যেটুকু পেয়েছি
বাণীর বীণাতে ফোটাতে সে রূপ ছন্দেই গান গেয়েছি।
আধুনিকতার এই যুগে বুঝি রূপ বদলেছে কবিতা,
ভাবনা ও ভাষা, প্রকাশের ঢং, বদলে গিয়েছে সবই তা।
সে কবিতা নয় তোমরাই লেখো   এগোতে নতুন দিশাতে,
পদ্যের সাথে গদ্যকে আমি পারিনি এখনো মিশাতে।
ছন্দ মিলিয়ে তবুও যা লিখি, লিখি এ গভীর আশেতে
ঠাঁই দিতে তাকে কবিতা-বাসরে যদি ডেকে নাও পাশেতে।
হয়তো কখনো ধাঁধা বা আধাঁরে জ্বেলে দিতে পারে আলো তা,
রাখলে কিছুটা ধৈর্য্য মমতা   লাগতেও পারে ভালো তা।
                -------------------