জীবনের আকাঁবাঁকা নানা গলিঘুঁজি
ঘুরে ঘুরে ক্লান্ত যে,
তাই আজ নির্জনে অবকাশ খুঁজি।
চনমনে কৈশোরে কিম্বা সে নব যৌবনে
কত শত স্বপ্নের আনাগোনা ছিল এই মনে।
আহা কত পরিজন,
প্রিয়জন ছিল আশেপাশে।
আজ সবই অতীতের
ধুসর স্মৃতির মতো ভাসে।
আজ যেন মনে হয়
অধরা সে খুশি আর তৃপ্তির পিছে
আজীবন ছোটা হল মিছে।
দয়া মায়া স্নেহ প্রীতি প্রেম ভালোবাসা
প্রিয় ভেবে যার কাছে যা করেছি আশা
দেখি অতি অল্পই হয়তো পেয়েছি আর
বাদ বাকি সবই -
না পাওয়া রয়েছে তাই
হয়ে গেছি আমি এক উদাসীন কবি।
চারিপাশে কলরব
হৃদয়ে তোলে না আজ সাড়া।
বহুরূপী সংসারে রং দেখে দেখে
ক্লান্ত ও আমি দিশাহারা।
তাই একা খুঁজে ফিরি চাতকের মতো
একান্তে নির্জনে একটুকু অবকাশ,
কোলাহল প'ড়ে থাক যত।
------ x ------