ঘরে তো এসেছ, বলো-না আমার
          কবিতায় ভেসে আসবে কি !
ভাবালু কবির উতলা আকাশে
          চাঁদ হয়ে তুমি হাসবে কি?
হয়েছ গৃহিণী, তুমি কি আমার
          হৃদয়ের রাণী চাও হতে !
কোন্ মণিহার তুলে নিতে চাও
         স্রোতে ভাসা এই নাও হতে?
যদি চাও তবে এনে দিতে পারি
          পারিজাত বহু দূর থেকে,
এনে দিতে পারি অমৃতের স্বাদ
          অধরা গানের সুর থেকে।
শুধু বলো, তুমি ঘর ছেড়ে ঝড়ে
          এক সাথে নাও বাইবে কি !
আমি যদি ধরি সঞ্চারী, তুমি
          অন্তরাটুকু গাইবে কি?  
        ----------------