হৃদয় তোমার নাইবা ভুলুক
          আমার ভালোবাসায়
পথ চেয়ে রই বন্ধু তবু
          তোমার আশায় আশায়।
হয়তো আমার মন কাঁদে তাই,
          তবে কোনো ভিক্ষা না চাই
এই শুধু চাই যেন আমার
          প্রেমেই তোমায় ভাসায়।
পথ চেয়ে রই নিত্য যে সেই
           অসম্ভবের আশায়।

হয়তো বা চাও দুলুক তরী
          প্রেম সাগরের দোলায়।
মায়াবী প্রেম মরীচিকার
           মতোন যেন ভোলায়।
আমার প্রেমে নেই সে মায়া,
         আছে কেবল স্নিগ্ধ ছায়া ;
দিন গুণে যাই, আসবে কবে
          আমার বিজন বাসায়।
পথ চেয়ে রই নিত্য যে সেই
           অসম্ভবের আশায়।
            --------------------