উতলা বিরহে যতই বাজুক
বেদনা আমার বুকে
তবুও সুখের ছোঁয়া পাই, ভেবে
তুমি তো রয়েছ সুখে।
আমার মনের নিভৃত বেদনা
সইব নীরবে, না গো শোনাব না
পাছে পড়ে তার ধুসর মলিন
ছায়াটি তোমার মুখে।
বিরহে সুখের ছোঁয়া পাই, ভেবে
তুমি তো রয়েছ সুখে।
এলেও তোমার কাছাকাছি কভু
ভেসে এ জীবন স্রোতে
আমি তো পারিনি স্বপ্ন পূরণে
সঙ্গী তোমার হতে।
তাই দূরে আছি এই ভালো আছি
না-ই বা এলাম ফিরে কাছাকাছি,
দুজনের মাঝে বাঁধন যা ছিল
গেছে যদি যাক চুকে।
বিরহে সুখের ছোঁয়া পাই, ভেবে
তুমি তো রয়েছ সুখে।
--------------