যাওয়াই ভালো নির্বাসনে
-------------------

অনেক লিখে জীর্ণ ধুসর হয়তো আমার বাণী,
কিছুটা কাল নির্বাসনে যাওয়াই ভালো জানি।
আসে না সেই তরতাজা ভাব আর তো ভেবে ভেবে।
নতুন পাঠক পাঠিকারা আমায় কেন নেবে !
তাদের এখন টগবগে মন, ছটফটিয়ে ঘোরে
দীপ্ত ভাষায় তাদের মতো লিখব কেমন ক'রে !
হয়তো লিখি আমি নিখুঁত ছন্দ এবং মিলে
তারা তো চায়, তরঙ্গ জোর উঠুক কথার ঢিলে।
নিয়ম কানুন আজকে ভেঙে যাক-না তেমন হলে
অধুনা এই নতুন যুগের প্রবল কলোরোলে।
তাল মেলাতে পারব না ঠিক, ভাবছি প্রবীণ মনে,
আপাতত যাওয়াই ভালো বিজন নির্বাসনে।
পাই যদি গো আবার তেমন নতুন রসদ খুঁজে
আসব না হয় ফিরে নতুন আঙ্গিকে হাল বুঝে।
              ---------------