ব্রাত্য কোথায় !
দেখছি ঘরে ঘরে
অনেক পাঠক লেখা আমার পড়ে।
উৎসাহ পাই তাই তো এ অন্তরে।
আরো ব্যাকুল, ভাবুক আমায় করে।
ভাবনাগুলি তখন আবেগ ভরে
কাব্য লেখায় ছন্দ হয়ে ঝরে।
নই আধুনিক, তাইতে কে আর ডরে !
মিল ছড়াতেই হৃদয় ডুবে মরে।
কেউ বা ভাবে কাব্য দারুণ গড়ে -
একটা কিছু লিখেই হরেদরে।
অত্যাধুনিক কলম অনেক নড়ে
কবিকুল আজ ভুগছে লেখার জ্বরে।
সৃষ্টি তাদের কোথায় মনে ধরে?
তাদের ভিড়ে মন কি আমার সরে !
বরং কাটাই নিভৃত প্রান্তরে
ঝরা পাতার বিষন্ন মড়মড়ে।
তখন গাঁথা ছন্দিত অক্ষরে
কোন্ পাঠিকার চোখের পাতার পরে
যখন দেখি অশ্রু কণা ঝরে
তুচ্ছতা মোর সার্থকতায় ভরে।
-----------------