চাই না তো হতে শক্তি সুনীল
     লিখতে কবিতা মেলা
লেখনীটি হাতে হতে পারি যদি
     রবি ঠাকুরের চেলা।

ডাক শুনে তার আনমনে  খেলি
      কবিতা কবিতা খেলা,
হৃদয়-আকাশে মাঝে মাঝে চাই
       ছন্দে ভাসাতে ভেলা।

রবি ঠাকুরের লেখনী কখনো
       করেনি তো হেলাফেলা।
ছন্দ বাণীর সাধনায় ডুবে
       কেটেছে কবির বেলা।

স্বর্গীয় কোনো সুর লোক থেকে
          অন্তরে পেয়ে ঠেলা
ধরণীর 'পরে রবি ঠাকুরের
          চরণ দুখানি ফেলা।

সারাটি জীবন খেলেছেন নব
        সৃষ্টির লীলা খেলা।
গানে সুরে তালে যুগে যুগে তার
        ছন্দের ডানা মেলা।

হয়ে বিমোহিত তার ভাবে রূপে
       কাটাব সারাটি বেলা।
ধন্য জীবনে, যদি হতে পারি
       এতটুকু তার চেলা।
           -----------