রসিক জনের মর্জি এবং কাব্য রুচি বুঝে
কবিগুরুর ভক্ত যারা বেড়াই তাদের খুঁজে।
নামটি আছে টিকে, কবির কাল গিয়েছে কবে
বদলে গেছে সময়, এখন খুব আধুনিক সবে।
পুরনো সেই ছন্দ নাকি দেয় না দোলা প্রাণে।
উঠতিরা আর পায় না সাড়া কবিগুরুর গানে।
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথের ধূলার পরে
কুমোর পাড়ার গরুর গাড়ি এখন কে আর চড়ে !
এখন চড়া বাস বা ট্রেনে, কিম্বা ওড়া প্লেনে।
লেখার খোঁজে নৌকা বিহার কেই বা নেবে মেনে !
এখন লোকের ব্যস্ততা খুব, নিত্য বেড়ায় হেঁকে
কোন্ ভাবুক আর কাল কাটাবে আকাশে মেঘ দেখে !
এখন লোকে চটক দেখায়, চমক দেখায় ভারি
গুরুদেবের মতন কে আর রাখতে পারে দাড়ি !
বুঝতে পারে সত্যি এখন কজন কবির কথা !
ক'জন বোঝে কবির বাণীর ভাবের গভীরতা?
ভিড়ের মাঝে ভক্ত তেমন আছে দু'চার জনই
যে বোঝে, সেই বাণী ও সুর  সত্যি চিরন্তনী।
           ----------------