কাব্যরসিক বন্ধু যত
খোল রে দুয়ার খোল,
ফাগুনরাঙা দোল দিয়ে যাক
হৃদ-সাগরে দোল।
ঝরুক মোহন লেখনীতে
ছন্দকলির বোল,
তিক্ত যত মনের ক্ষত
ভোল রে সবাই ভোল।
অরূপ রূপে উঠুক ভ’রে
এই প্রকৃতির কোল,
মুখর ক'রে বাইরের ঘরে
আজ মহা শোরগোল।
আয় রে ওরে, সুর সাগরে
তোল রে তুফান তোল,
কাব্যে গানে জাগুক প্রাণে
খুশির কলরোল।
আজকে কেবল তানপুরা নয়,
সঙ্গে কাঁসর খোল।
ওঠ রে বেঁচে, ছোট রে নেচে
বাজা রে ঢাক ঢোল।
বসন্তে আজ অপূর্ব সাজ
সত্যি কী আনমোল!
আসলো হোলি, তাই তো বলি,
ছন্দ দোলায় দোল।
------ x ------