ঝমাঝম ক'রে
হঠাৎই সজোরে
ঝরেছে অঝোরে বৃষ্টি।
কেউ পুলকিত
কেউ কিছু ভীত,
কারো সচকিত দৃষ্টি।
সময় না গুণে
ভরা এ ফাগুনে
কার ডাক শুনে আসলো
বন্ধন হারা
এ বাদল ধারা,
পথ ঘাট সারা ভাসল।
তরুলতা যত
সিক্ত আনত
আশা নিয়ে কত থাকল,
ঘন মেঘে কালো
বাদল ঝরালো,
আহা সে কী ভালো লাগলো।
----- x -----