আমরা সবাই খোলস প'রেই আছি।
কজন বলো, সহজ সরল স্বচ্ছ হয়ে বাঁচি !
হয়তো দেখাই মেজাজটা খোস
কথায় খোলস, কাজেও খোলস
কেবল আঙুল তুললেই দোষ,
                    খেলছি কানামাছি।
আমরা সবাই খোলস পরেই আছি।

নকল খোলস খুলতে দ্বিধায় মরি,
কারুর কাছে হঠাৎ পাছে এই বা ধরা পড়ি।
চলার পথের ধাঁধায়, বাঁকে
হইনি যা হায়, দেখাই তাকে,
এ সংসারে, হাজার ফাঁকে
                পড়ছি ঘড়ি ঘড়ি।
খুলতে খোলস তাই তো দ্বিধায় মরি।   

ছাড়তে হবে মিথ্যে খোলোসটাকে,
জাগতে হবে তন্দ্রা থেকে মুক্ত আলোর ডাকে।
ভৈরবী সুর উঠলে বেজে
চিনতে হবে কেমন কে যে
আর কেন গো নকল সেজে
            ঠকানো আপনাকে ?
ছাড়লামই নয় মিথ্যে খোলসটাকে। 
        -------------