আমার এই মন নিয়ে তুমি
নিভৃতে গিয়েছ চ'লে কোন্ নিশি রাতে,
স্বপ্ন লোকের থেকে হয়তো বা দূরে আরো দূরে।
মনে পড়ে, তবু মনে পড়ে
আবেশে বিভোর দুইজনে
কত-না চাঁদিনী রাতে মেলে দিয়ে স্বপ্নের ডানা
জমাতাম পাড়ি কোন্ লোক হতে লোকে।
চোখে চোখ রেখে আর হাত রেখে হাতে
ছিলো এই অঙ্গীকার দৃঢ় প্রত্যয়ে
অনন্ত কাল ধ'রে সাথী হয়ে রব
সকল দুঃখে সুখে জীবনে মরণে।
নিরূপমা তুমি আজ কত দূরে আছো !
কিম্বা কী বেশে আছ জানি না কিছুই।
খোপায় কি গোঁজা আছে প্রিয় সে গোলাপ
কিম্বা কপালে সেই নীল টিপখানি !
কিছুই জানি না আমি, জানি না কিছুই,
শুধু জানি তুমি গেছ চ'লে,
নীরবে, সঙ্গে ক'রে না নিয়ে কিছুই।
যেখানে যা ছিল ঘরে সাজানো যেমন
তেমনি রয়েছে প'ড়ে, শুধু নিয়ে গেছ
আমাকে রিক্ত ক'রে আমার এই মন,
সবটুকু যার আমি দিয়েছি তোমায়।
-------------