মান মর্যাদা বিত্ত যা আছে,
তুচ্ছ আমার সবই;
মিছে নয় শুধু এই কথা
আমি মনে প্রাণে এক কবি।
এইটুকু ছাড়া যেখানে যা কিছু
সে তো ক্ষণিকের জানি,
রবে না কিছুই, শুধু থাকে যেন
ছন্দ-মথিত বাণী।
এই সংসারে আমিও এসেছি
অন্য সবার মতো,
আমারও রয়েছে দুঃখ ও সুখ
কামনা বাসনা যত।
সেখানে তো আমি অতি সাধারণ,
কেউ চাইবে না ফিরে।
মৃদু-জ্যোতি কোনো দীপশিখা আমি
লক্ষ লোকের ভিড়ে।
তবুও কখনো মনের গভীরে
কী যে ভাব জেগে ওঠে
সূক্ষ্ম উদার অনুভূতি রাশি
পারিজাত হয়ে ফোটে।
তখন ক্ষুদ্র আমার ভিতরে
জাগে যে অন্য আমি,
মূল্য বিহীন এ আমার চেয়ে
সে যে আরো বহু দামী।
নিমেষেই তার ছন্দিত বাণী
বাঁধন ছিন্ন ক'রে
উজ্জ্বল হয়ে ফুটে ওঠে যেন
নব নব রূপ ধ'রে।
অম্লান রূপে সেইটুকু থাক
মরমীর মনে জেগে,
বাদ বাকি সব ঝ'রে যদি যায়
যাক ঝোড়া হাওয়া লেগে।
---------- x ---------