লেখনীটি ঠুকে
লোক মুখে মুখে
কবি নাম গেছে ছড়িয়ে।
মজা পাই কিছু
ধেয়ে কারো পিছু
কাছে পেয়ে লেখা পড়িয়ে।
কিন্তু ক'জনে
বিনা প্রয়োজনে
যেচে কাছে এসে
এ কবিতা শোনে
বুঝে নেয় আছে
কত ভাব মনে
ভাবের কুঠরী ভরিয়ে।
লেখনীটি ঠুকে
গেছে মুখে মুখে
নামটুকু শুধু ছড়িয়ে।
যে রাঙা আবেগে
উঠি আমি জেগে
প্রতিদিন ভোর বেলাতে
যে অরূপ ছবি
দেখে হই কবি,
মাতি কবিতার খেলাতে -
আহা, সে কেমন
অপরূপ শোভা
ছোঁয়াটুকু তার
কত মনোলোভা !
কী ক'রে বোঝাব,
কাকে কাছে পাব
লক্ষ লোকের মেলাতে।
আমি তো সে ছবি
দেখে হই কবি,
মাতি কবিতার খেলাতে।
--------------