বাংলা ভাষার প্রতি
বৃথা অনুরাগ অতি,
ইংরেজি লিখে
    স্কুলে তা-ই শিখে
বাংলার দুর্গতি।

বাংলা মধুর ভাষা
কবিতা ও গানে খাসা।
নজরুল, রবি
         ছিল মহাকবি
বাংলায় বেঁধে বাসা।

আছে মনীষীরা আরো
মেধা কম নয় কারো।
বঙ্কিমী ভাষা
        মাইকেলী আশা
মহান ভূমিকা তারও।

ভেঙে সব প্রত্যাশা
এ কাল সর্বনাশা।
রিনি, বনি, সোনা
      বলে, পড়ব না
কিছুতে বাংলা ভাষা।

বাংলা কি আর চলে !
কজনে এ ভাষা বলে?
ইংরেজি জেনে
       যাবেই ফরেনে,
সকলেই সেই দলে।

ইংরেজিতেই হাসা
ইংলিশে ভালোবাসা।
হাই হ্যালো ছাড়া
      কেন দেব সাড়া !
সকলেরই জিজ্ঞাসা।

তাই ভেবে মরি
      কী যে হবে হরি !
আ মরি বাংলা ভাষা।
     ----------