ছন্দ বিহীন কাব্য যেন
             গন্ধ বিহীন ফুল।
দ্বন্দ্বে ভোগা কবির দলে
              ছন্দে করে ভুল।
সাঁঝ সকালে কথার ভালে
              ছন্দ পরায় টিপ,
ছন্দ পারে অন্ধকারে
              জ্বালতে খুশির দীপ।
ছন্দ নাচে, ছন্দ আছে
              হাতের কাছে ভাই।
ছন্দ রাণীর বন্দনাতে
              মন দেওয়া তো চাই।
ছন্দ বাণীর স্কন্ধে চেপে
              ধরলে কবি পথ
খুলবেই দ্বার, সাধ্য বা কার
              রোধ করে তার রথ।
ছন্দে যদি সেই বারিধি
              কেউ করে বর্ষণ
বাচ্চা বুড়ো মাতুল খুড়ো
              সবার মাতে মন।
নেই খাঁটি সুখ ছন্দ বিমুখ
              থাকলে বিরস মন,
নেবেই জিতে পারলে দিতে
              ছন্দতে বন্ধন।
কালের যা হাল, নেই মিল ও তাল,
              যায় কী করা আর !
কাটায় বাণী ক্রন্দনে কাল
              মন্দ কপাল তার।
      ------------------