কথা টুকিটাকি
যা গেঁথেছি তা কি
ছন্দের সিঁড়ি বেয়ে -
যাবে কারো কানে
দূরে কোনোখানে ধেয়ে?
ছন্দে ভোলাতে
হৃদয় দোলাতে
খুঁজি যে তুচ্ছ কথা -
সে বাণীর টানে
জাগে কি গো প্রাণে
কারো কোনো ব্যাকুলতা ?
পথের ঐ বাঁকে
না-ই দেখি তাকে
না-ই চিনি মুখোমুখি -
যেখানে যে থাকে,
প'ড়ে এ লেখাকে
দ্যাখে যদি   তাতে সুখী।
মম অন্তরে
যে খুশিটি ঝরে
কোনো প্রাতে, কোনো সাঁঝে
তা-ই বারে বারে
কারো বীণা তারে
যেন ঝংকারে বাজে।
   -----------