প্রেমে প'ড়ে গেছি
    মরমে মরেছি,
        এ যে বড় দ্বিধা দ্বন্দ্বের ;
আমার প্রেমিকা
    নয় আধুনিকা,
        আমি তো প্রেমিক ছন্দের।
প্রিয় সে প্রেমিকা
    যেন মরীচিকা,
        সহজে সে ধরা দেয় কি !
গেছে দূরে রয়ে
    অভিমানী হয়ে,
        হায় কেউ খোঁজ নেয় কি !
বহু যুগ ধ'রে
    ছিল সমাদরে
        সেই পুরাতনী ছন্দ,
হায় দেখি হালে
    কাব্যে এ কালে
        তার কিঙ্কিণী বন্ধ।  
মিল ছন্দেরা
    করে ঘোরা ফেরা
        অবহেলিতের তুল্য,
কজনে বা আছে
    মেলে যার কাছে
        ছন্দ ছড়ার মূল্য !
আমি ভুল ক'রে
    লেখনীটি ধ'রে
        ছন্দকে গ'ড়ে যাচ্ছি,
তারই প্রেমে প'ড়ে  
    পথে প্রান্তরে
        সন্ধান ক'রে যাচ্ছি।
থাকি দিনে রাতে
    ডুবে সাধনাতে
        কাজ ফেলে, হয়ে মগ্ন।
কখনো বা তাকে
    পাই কোনো ফাঁকে,
        কখনো হৃদয় ভগ্ন।
       --------x--------