যা-ই লিখি, কেউ তাকে     পড়ে, কেউ পড়ে না।
কারো ভালো লাগলেও কারো মনে ধরে না।
চাই লেখা দামী আরো,
              এ লেখাতে ভাবি কারও 
হয়তো বা একবারও মন পুরো ভরে না।
আবেগে যা লিখে চলি সকলে তা পড়ে না।

হয়তো সেকেলে তুলি  সে প্রতিমা গড়ে না,
লেখনীতে ছন্দের সেই সুধা ঝরে না।
সৃজনের সন্তোষে
             তুচ্ছ যা লিখি ব’সে
ধুলি ‘পরে পড়ে খ’সে, সবার অন্তরে না।
হয়তো বা এ তুলিকা  সে প্রতিমা গড়ে না।

অবুঝ এই মন তবু     মনে  কিছু করে না,
অন্তরে ঢেকে থাকা    কবি-মন মরে না।
পেতে হলে সেই শ্রোতা
              চাই আরও সূক্ষ্মতা,
মেলে কি তা হেথা হোথা !  মন তাই সরে না।           
খুঁজে মরে,     কাব্যিক মন তবু মরে না। ।
                  -----------