জীবনের পথে বেদনা পেয়েছি যত
দিনে দিনে আমি নিজেকে চিনেছি তত।
ঝঞ্ঝা আঘাতে জোর
ঘুচেছে ঘুমের ঘোর,
হৃদয়ের কুঁড়ি ফুটেছে ফুলের মতো।
পথে যেতে যেতে বেদনা পেয়েছি যত।
অনাকাঙ্খিত এ ব্যথা না পেলে বুকে
থাকতাম ডুবে হয়তো স্বপন সুখে।
প্রাণে এত অনুভব
থাকত অজানা সব,
এই কথা সুর ফুটত না তবে মুখে।
অনাকাঙ্খিত এ ব্যথা না পেলে বুকে।
বিফল না হলে দামী কোনো কিছু চেয়ে -
অতি সহজেই সব কিছু গেলে পেয়ে
সুখে ডুবে থাকা মন
থেকে যেত অচেতন,
মোহ আবরণে থাকত জীবন ছেয়ে।
অতি সহজেই সব কিছু গেলে পেয়ে।
যতই এ বুক ভ'রে গেছে বেদনাতে
আজকে বুঝেছি, ভালোই হয়েছে তাতে।
জীবন তরীর পাল
ছিড়েছে, ভেঙেছে হাল,
জীবনের রূপ দেখেছি আঁধার রাতে।
নিজেকে চিনেছি আঘাতে ও বেদনাতে।
--------------