যখনি শুধাই, মানসী আমাকে
           ভালোবাসো কি না বাসো
সামনে দাঁড়িয়ে শুধুই নীরবে
          রহস্যময় হাসো।
অন্য যা কিছু জিজ্ঞাসা মনে
হয়তো সেটুকু মেটে ক্ষণে ক্ষণে,
প্রায়ই আনমনে তুচ্ছ কারণে
          অকারণে কাছে আসো।
তবুও বুঝি না মানসী আমাকে
          ভালোবাসো কি না বাসো।

মুখটি তোমার শয়নে স্বপনে
          কেন দেখি ফিরে ফিরে !
অনন্ত কোন্ জিজ্ঞাসা মনে
          তাই তো তোমাকে ঘিরে।
অথচ রয়েছ তুমি চিরদিনই
বিনা উচ্ছাসে, সে কী উদাসিনী,
মনে হয় যেন তোমাকে বুঝিনি,
          মিলিয়ে রয়েছ ভিড়ে।
অনন্ত এক মহা জিজ্ঞাসা
          তাই তো তোমাকে ঘিরে।

দিন আসে আর দিন চ'লে যায়
          বেলা যে গড়ায় মিতা,
আরো কত দিন থাকবে এমনই
          রহস্যে আবৃতা !
শেষে মনে ভাবি, এই নীরবতা
হয়তো তাতেই আছে সব কথা,
অবুঝের মতো এত ব্যাকুলতা
          সত্যি মানায় কি তা?
থাকো তবে থাকো না হয় এমনই
          রহস্যে আবৃতা।

না বলার ছলে যেটুকু বলেছ
          যেটুকু দিয়েছ ধরা
তাকে নিয়ে হোক এ কবি মনের
          কল্পনা-ঘর গড়া।
ভেবেছি, যা আছে দাওনি সবই তা
তাইতো আবেগে গাঁথা এ কবিতা,
আকাশের পটে রঙিন ছবি তা
          হৃদয়-মাধুরী ভরা।
সেটুকু দিয়েই হোক তবে এই
          কল্পনা-ঘর গড়া।
           ----------