পাত্রটি রসে ভরা
        ডাকি গৌরাঙ্গ।
কবিতায় ম'জে আছে,
        বাঁধা কাজ সাঙ্গ।
কবিতা তো রকমারি,
        যেথা আছে ছন্দ -
সেখানেই পায় যেন
        সে বেশি আনন্দ।
আমিও তো তারই মতো
        কবিতার ভক্ত।
হয়ে গেছি ক্রমে তার
        রসে অনুরক্ত।
দুই কলি লিখছি যে -
        একটাই লক্ষ্য
তার সাথে বাড়ে যাতে
        কাব্যিক সখ্য।
কবিতার এ আসর
        সত্যি বিচিত্র,
যথাকালে জুটিয়েছে
        তার মতো মিত্র।
আরো আছে কেউ কেউ,
       ক'রে দ্বার মুক্ত -
অনামী কবির সাথে
        প্রীতি ডোরে যুক্ত।

এ লেখাটি যাকে ভেবে
        লেখা এইমাত্র
নামে গৌরাঙ্গ সে,
        পদবীতে পাত্র।
         ----------