যেখানেই বেড়াবার আয়োজন করি
দলে যদি না-ই থাকে কিছু সুন্দরী
কী ক'রে বা মজা হবে
বেড়ানো কী জমে তবে !
ক্যামেরায় যতই গো প্রকৃতিকে ধরি,
দলে চাই চনমনে কিছু সুন্দরী।
কারো মেয়ে, কারো বউ, বৌদি বা কারো
তারাই তো মনোরম ক'রে তোলে আরো।
পুরুষেরা হুল্লোড়ে
চলে হইচই ক'রে
নাওয়া খাওয়া নিয়ে কই ভাবে একবারও।
মেয়েরাই মায়ময় ক'রে তোলে আরো।
ঘরে যারা সাদামাটা থাকে গৃহকাজে
তারাই ভ্রমণে এসে অপরূপা সাজে।
পা দিলো যে চল্লিশে
চলে আসে সে-ই বিশে
আরো যারা কম তারা রিনিঝিনি বাজে।
বেড়ানোটা মিঠে, যদি এরা থাকে মাঝে।
----------------