সবারই রোগ         পেলেই সুযোগ
             আমরা চুপি চুপি
স্বার্থে নিজের,        অন্য লোকের
             মাথায় পরাই টুপি।
মনেও ভয়             এই বুঝি হয়
            হায় রে নিজের ঠকা।
সেই কারণে           অকারণেই
            বড্ড বেশি বকা।
নিজেরই লোক,     কিম্বা পর হোক -
            কাউকে সরল মনে
পারছি কোথায়      সুখ পেতে হায়
            সকল সমর্পনে।
অন্যকে তাই          যতই ঠকাই
            দেখাই বড়লোকি
বুঝছিই না            কারণ বিনা    
            নিজেই তত ঠকি। 
            ----------