আজি এ প্রভাতে হল -
নতুন এক শুভ বছরের শুরু ,
    এলো দু'হাজার ষোলো।
    
খোলো সবে দ্বার খোলো,
বন্ধুরা যত পুরোনো বিরোধ
       দ্বন্দ্ব বিভেদ ভোলো।

পাল তুলে দিয়ে
    নতুন খুশিতে
        ছন্দে ও গীতে দোলো,
চারি দিগন্ত নন্দিত সুরে
       স্পন্দিত ক'রে তোলো।

 নিত্যদিনের একঘেয়েমিতে
       লাগে যদি কিছু জোলো
উগ্র কথাতে
   যদি কারো সাথে
       বেঁধে থাকে কোনো গোলও

আজ দূরে ঠেলে
   সব ঝেড়ে ফেলে
      এ কথাই সবে ব'লো
শুদ্ধ আলোতে
  বিভাসিত হতে
      এসো দু'হাজার ষোলো।
      ----------------