বছরের শেষ দিন,
ভেবে দেখি আজ -
এখনও রইল বাকি
পুরনো কী কাজ !
দেখা যাবে কাল থেকে
নতুনের সাজ
সাজো সাজো রব তাই
করছে বিরাজ।
ভালো কথা, থাক মনে
ভালো আন্দাজ।
তবু কেন দেখা যায়
কপালের ভাজ !
পেরিয়ে এসেছি পথে
কোথায় কী খাঁজ
গেঁথে আছে অন্তরে
কী কথার ঝাঁজ !
কবেকার কোন্ ফাঁকি
আনে মনে লাজ
বছরের শেষ দিনে
ক'রে নেই judge.
ভাবিনি, যা ত্রুটি ছিলো
তার সাত পাঁচ,
চালাকির সাথে সাথে
কত ফাঁকিবাজ !
পারলে শুধরে নিতে
হৃদয়ের মাঝ
তবেই সফল নব
বছরের সাজ।
---------