চাইলেই আমি কথার খোঁচাতে
যেমন চটাতে পারি
ইচ্ছে হলেই কাউকে নিমেষে
তেমনি পটাতে পারি।
মুশকিল বোঝা, কী যে অঘটন
কখন ঘটাতে পারি,
প্রয়োজনে পথে বাধা হয়ে থাকা
পাহাড়ও হটাতে পারি।
মলিনতা যত, তাও মুছে দিতে
আলোর ছটাতে পারি
কেউ তো জানে না লিখতে কবিতা
রাত্রি ক'টাতে পারি।
ভন্ড মেকির দুর্নামও আমি
চাইলে রটাতে পারি।
চোখ বুঁজে থাকি, তাই বোঝা দায়
কত কী ঘটাতে পারি।
--------------