খুঁজে বেড়াই,        দেখতে কি পাই
        প্রসন্ন সেই ছবি!
মিলবে কোথায়      মন যাকে চায়
        তেমন নতুন কবি?
যে কবি তার         স্নিগ্ধ কথার
        ছন্দ বাহার দিয়ে
স্রষ্টা বেশে            ভাবের দেশে
        সঙ্গে যাবে নিয়ে।
যার বাণীতে         ছন্দে গীতে
        শুনব তেমন কথা-
মিটবে যাতে         স্তব্ধ রাতে
        প্রাণের ব্যাকুলতা।
যার লেখনী         স্বর্ণখনি
        পরশমণি খাঁটি,
যার কবিতায়        ভাবনা বিছায়
        স্নিগ্ধ শীতলপাটি।
কাব্য লেখা          গড়তে শেখা
        হাজার কবির ভিড়ে
মন খুঁজে যায়,       কোনখানে পায়
        প্রাণের সে কবিরে?
          ------------