গায়ে জ্বর-জ্বালা, বুকে সে কী কাশি
     নাক বেয়ে ঘন সর্দি,
প্রবল কষ্ট, কোনটাকে ছেড়ে
     কোনটা সারাতে জোর দি' !
এমনই অসুখ, নানা ওষুধেও
     কুমল না বহুদিন তা।
ডাক্তার বলে, ভাইরাল অ্যাটাকে
     সত্যি বাড়াল চিন্তা।
ক্যালপল ছেড়ে কত কী নতুন
     ওষুধের নাম বলল,
দামী ওষুধের কড়া কড়া ডোজ
     একে একে দেওয়া চলল !
গায় পায় ব্যথা, জীবে স্বাদ তেতো,
     ছটফট ক'রে মরছি।
এক ডাক্তার ছেড়ে দিয়ে আরো
     বড় ডাক্তার ধরছি। 
এত ওষুধেও এ পোড়া অসুখ
     আর কই দূরে হাঁটল !
এক দুইদিন ক'রে ক'রে ক্রমে
     দশ বারো দিন কাটল।
তার পরে যেন আপনা থেকেই
     অসুখের গতি ঘুরল।
পথ্য এবং যত্নে সেবাতে
     গত্যি গায়েতে জুড়ল।
কত কাল পরে আসরকে আজ
      সে খুশিতে মনে পড়ল।
নব উৎসাহে   ছন্দ লেখাতে 
     কবিতার মতো ঝরল।
           ------------