দিতে চাইলেই যায় না তো দেওয়া,
          নিতে জানতেও হয়।
দেওয়া আর নেওয়া হৃদয় ঘটিত,
          পণ্য ঘটিত নয়।
তাই কোনো কিছু দেয় যদি তুলে
          কারো হাতে কোনো লোক -
কী বা আসে যায় ! যা দিয়েছে তার
          মূল্য যতই হোক।
অন্তর দিয়ে যে দিয়েছে    আর
          তুলে দেওয়া হাতে যার
সেই দুজনেই হয়তো বা বোঝে
          খাঁটি মূল্যটি তার।
           ------------