ছোটদের নিয়ে নাচি,
ছোটদের সাথে বাঁচি।
ফাঁক পেলে তাই
ছুটে যেতে চাই
ছোটদের কাছাকাছি।
ছোটদের সাথে খেলি,
বন্ধ দুয়ার মেলি।
ছোটদের পেলে
ডানা দুটি মেলে
নিজেকে হারিয়ে ফেলি।
হয়েছে বয়স কত !
ভাবি না তো অতশত।
বরং কখনো
এলে জ্ঞানী কোনো
বোধ করি বিব্রত।
জ্ঞান-বৃদ্ধরা এসে
জ্ঞান দেবে অক্লেশে।
ফুল সম ঝ'রে
খিল খিল ক'রে
সহসা ওঠে না হেসে।
বড়দের অলিগলি
তাই তো এড়িয়ে চলি।
কোনো ফাঁক পেলে
কাজ কাম ফেলে
ছোটদের কথা বলি।
টান ছোটদেরই প্রতি,
ছোটরা যে প্রিয় অতি।
ছোটদের মাঝে
নিত্য বিরাজে
মৌমাছি প্রজাপতি।
-----------