শিমুলের মত উদ্যমী কবি নই।
আপনার মনে আমি অকারণে
গৃহ কোণে প'ড়ে রই।
একখানা ছোট ঘর,
হেথা আলোছায়া করলেও খেলা
সহসা ওঠে না ঝড়।
সম্মুখে তার আছে ছোট ঝোপ ঝাড় -
উঁকি মারে তাতে জুঁই চাঁপা কিছু
কুঁড়ি, বুনো লতিকার।
তাই দেখে কাটে দিন,
মাঝে মাঝে খোলা আকাশের দিকে
চেয়ে থাকি উদাসীন।
মনের আকাশে কখনো বা জমে মেঘ।
সে মেঘ ওড়াতে বইলেও হাওয়া,
থাকে না প্রবল বেগ।
মেঘ আসে মেঘ যায়,
কখনো বা ঝরে দুই চার ফোঁটা,
মাটি ভেজে বরষায়।
সেই সতেজতা মনে ছোঁয়া দিয়ে যায়,
কখনো কখনো রংটুকু তার
ফুটে ওঠে কোনো
ছক ছাড়া কবিতায়।
সেই কবিতার কোনো খাপছাড়া বোল -
অজানা অদেখা পাঠকের মনে
কতটুকু দেয় দোল !
সে কথা কখনো ভাবে না উদাসী মন,
এই শুধু চায়
যেন খোলা থাকে সমুখের বাতায়ন।
আপনার মনে ডুব দিয়ে কোণে রই,
আসরের প্রিয় শিমুলের মতো
উদ্যমী কবি নই।
-----------