দেবী ভেবে নয়, মা ভেবেও নয়,
মেয়েদের নারী ভেবে
পুজো করা নয়, মর্যাদা সহ
সম্মানটুকু দেবে।
ওহে স্পর্ধিত দৃপ্ত পুরুষ
কিসের দর্প অত !
বলো দেহ মনে রয়েছে তোমার
শক্তি সাহস কত?
শিশুকালে কোনো নারীই তোমায়
স্নিগ্ধ মধুর হেসে
স্নেহ মমতায় লালিত করেছে
মাতা হয়ে ভালোবেসে।
কৈশোরে যাতে পরিপাটি থাকে
বেশ-বাস নাওয়া খাওয়া
যাতে মেটে মনে মুকুলিত সাধ
কচি হৃদয়ের চাওয়া -
তাই ভেবে কারো মাতৃ হৃদয়
আপন কথাটি ভুলে
নিজ অন্তরে সঞ্চিত মধু
দিয়েছে তোমাকে তুলে।
সহসা কি আজ যৌবনে এসে
ভুলে গেছ সেই কথা !
পথে কমনীয় মানবীকে দেখে
কেন এই মত্ততা?
সংযত করো, সংহত করো
শক্তি তোমার যত,
সর্বংসহা নারীর সমুখে
হয়ো নাকো উদ্ধত।
---------×--------