নেতাদের এই কচকচানি
          লাগে না আর ভালো।
প্রত্যকে চায়, অন্য জনের
           মুখ যাতে হয় কালো।
অন্য নেতার দোষ কতটা,
            করেছে ভুল কত -
জোর গলাতে কেবল তারই
           ব্যাখ্যানে উদ্যত।
অন্য নেতা কাজ না ক'রে
           করল অকাজ কী যে
তাই না ব'লে বল-না বরং
           করলিটা কী নিজে !
কার কত দোষ কার কত খুঁত
           অনেক গেল দেখা,
সে সব কথার কপচানিতে
           কার বা এমন ঠেকা !
ঠগ নেতাদের এই ফাঁকা বোল
           মিথ্যে গলাবাজি
বুদ্ধু সেজে আর কতকাল
           শুনতে হব রাজি !
ভাবছে ভীষণ চালাক তারা,
           আমজনতা বোকা,
তাই এত কাল কথার চালে
           যাচ্ছে দিয়ে ধোঁকা।
নেতার ভাষণ শুনলেই আজ
           মেজাজটা যায় চ'ড়ে,
ভেবে, নিজের দেশকে তারা
           ডোবায় কেমন ক'রে।
দেশবাসীকেই মহান নেতার
           জন্ম দিতে হবে।
নকল নেতার হাত থেকে দেশ
           বাঁচতে পারে তবে।
        ---------------