বনে কী ক'রে ফুল ফোটে
নদী কেমন ক'রে ছোটে
সে সব কথা ভেবেই মনে
ছন্দ জেগে ওঠে।
হাওয়া কী ক'রে যায় বয়ে
পাতার সঙ্গে কথা কয়ে
সে সব দেখে দেখেই হৃদয়
উঠছে কবি হয়ে।
চাঁদ কেমন ক'রে হাসে
দূরে মেঘের পাশে পাশে
দেখতে পেয়ে ভাবুক মনে
কত কী ভাব আসে।
দেখে রাতের ছোট তারা
জ্বলে মিটমিটিয়ে যারা
কোন্ অজানার হাতছানিতে
ভাবনারা হয় হারা।
এসব অবাক চোখে দেখে
বিভোর হই যে থেকে থেকে,
কল্পনা রং দিয়ে কতই
যাই যে ছবি এঁকে।
-----------