সংকোচে ভয়ে
দ্বিধা সংশয়ে
রয়েছি নিরন্তর।
কেউ দিতে চায়
উপাধি আমায়
ছন্দের জাদুকর।
বলি বলি, শোনো
হয়তো কখনো
লিখে ফেলি কোনো পদ,
সখে ছড়া সাধা
নেই তাতে ধাঁধা,
একেবারে বাঁধা গত।
ছন্দের প্রতি
থাকলেও অতি
ভালো লাগা, প্রীতি টান -
চাই গো জানাতে
যা লিখেছি তাতে
নেই মহা গুণ ও মান।

খুঁজে ফিরি আমি
যে মহান, দামী,
হতে আনুগামী তার।
কোথা পাই তাকে
ভালোবাসি যাকে,
ছন্দিত    বাণী যার।
লেখার জাদুতে
মোহিনী তনুতে
পারে ছুঁতে অন্তর।
দূরে নাকি কাছে,
কোথায় সে আছে
ছন্দের জাদুকর !
    -------