হলেও বয়স, পাকলেও চুল
      যায় না তো কেউ ফুরিয়ে,
সে-ই বুড়ো লোক, আসলে যে নাকি
      মনে মনে গেছে বুড়িয়ে।
ছোট ছোট কথা, তুচ্ছ কাজেতে
যার তাজা মন আজও ওঠে মেতে
স্নিগ্ধ সকালে যে আঁচল পেতে
     নিতে পারে ফুল কুড়িয়ে -
পাকলেও চুল হয়নি সে বুড়ো
      যায়নি সে আজও ফুরিয়ে।
                 ------------