এই তো সে দিনও দিয়েছ আমাকে
      কত কী প্রতিশ্রুতি
হৃদয় ভোলানো ছন্দে ও গানে
       গেয়েছ আমার স্তুতি।
আমার দু'চোখে দেখেছ অসীম
       সাগরের গভীরতা
ঘন কুন্তলে খুজেঁছ  নিবিড়
       নিশিথের নীরবতা।
গালে টোল পড়া হাসিতে আমার
       ছিল নাকি সেই শোভা
পূর্ণিমা রাতে জোছনার চেয়ে
       আরো বেশি মনোলোভা।
ঘন শ্রাবণের নিবিড়তা নিয়ে
       বলেছিলে হাত ধ'রে -
হাজার বছর কাটাতেও পারো
       আমাকে স্মরণ ক'রে।
দেখে সে আকুতি মনে হয়েছিল
       আকাশের পানে চেয়ে
তুচ্ছতা ভরা এ জীবন যেন
       ধন্য তোমাকে পেয়ে।
তোমাকেই আমি ভেবেছি জীবনে
       সবচেয়ে প্রিয়তম,
সে দিন বুঝিনি সবকিছু ছিল
       মায়া মরীচিকা সম।
আজও তুমি আছ, আমিও রয়েছি
       হয়তো বা কাছাকাছি
তবু মনে হয় দুইজনে দুই
       অচেনা গ্রহতে আছি।
জানি না কে এলো জীবনে তোমার,
       নিয়ে সে কী অনুভূতি !
কত সহজেই মিছে হয়ে গেল
       দেওয়া সে প্রতিশ্রুতি।
       ------------------