ভুলে সংসার,
      এই যে আমার
           কেবলই কবিতা বলা -
 কলা নয়, ফাঁকি,
       এ আমার নাকি
             তোমাকেই শুধু ছলা।
খাতা নিয়ে হাতে
      নানা অছিলাতে
          লেখার এই প্রবণতা,
যত কানাকানি
       সোহাগের বাণী
            সবই ভোলাবার প্রথা।
গেছে ধরা প'ড়ে
     এতকাল ধ'রে
          ক'রেছি কী ছেলেখেলা।
ভুলে চালাকিতে
      কাব্য বাণীতে
            শিক্ষা হয়েছে মেলা।
এই লেখালেখি
      খুবই দামী সে কি?
            কী মিলেছে তাতে মেতে !
তুচ্ছ এ নেশা,
      খুবই খেলো পেশা
             সংসারে কিছু পেতে।
হয় কবিতাকে
      কিম্বা তোমাকে,
          শুনে এ চরম কথা -
শঙ্কা ও ত্রাসে
     কবি-মনে ভাসে
           থমথমে নীরবতা।
             ----------