কখন যে কার আসবে জোয়ার গাঙে
সত্যিই কেউ বলতে পারে না তা।
কেউ জানে না, উঠবে সফল হয়ে
কখন যে কার রঙিন মালা গাঁথা।
তাই বোধহয় কবি গেয়েছিলেন -
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার
আজি প্রাতে সূর্য ওঠা সফল হ'ল কার।
অন্তরে সেই আশার প্রদীপ জ্বেলে
থাকতে হবে তাই তো প্রহর জেগে,
গাঙের জলে নোঙর করা তরী
ছুটবে পালে দমকা হাওয়া লেগে।
আবার স্মরণ করা যেত পারে সেই অমোঘ উদ্দীপনার বাণী -
এবারে তোর মরা গাঙে বান এসেছে
জয় মা ব'লে ভাসা তরী।
তাই তো শোনো আসর প্রেমী যারা
লিখতে গিয়ে ঝিমিয়ে প'ড়ো নাকো।
কাব্য তোমার ভোরের আলোর মতো
ফুটবেই ঠিকই, সেই আশাতে থাকো।
শেষে আর একবার কবিগুরুর সেই বাণী -
কেন রে এই বাধাটুকু পার হতে সংশয়,
জয় অজানার জয়।
-----------