ইচ্ছে হলেই দিলাম লিখে কিছু
        হোক-না সেটা সস্তা কিবা দামী,
নেই সে বয়স, তাই তো নিজেই ভাবি
        তেমনটি কি করতে পারি আমি !
তরুণ হাতের নতুন লেখা দেখে
        সাবাস ব'লে  চাপড়িয়ে পিঠ দেবে
ভাবব আমি হয়েছি খুব কবি,
        সবাই আমায় মাথায় তুলে নেবে;
মনের ও সব হালকা আবেগগুলি
        তুচ্ছ, অতি তুচ্ছ কথা সে তো,
নইলে মুখর তরুণ কবির দলে
        অল্প দিনেই মস্ত হয়ে যেতো।
স্বভাব বশে হঠাৎ কলম ধ'রে
        তাই তো বিশেষ কী লেখা যায় ভাবি।
কাব্য নতুন গড়তে গিয়ে শেষে
        হয় তো কিছু গাঁথব হাবিজাবি।
সত্যি অনেক  উঁচু দরের লেখা
        থাকবে যাতে ভাবের গভীরতা
আগেই গেছেন অনেক কবি লিখে,
        আর লেখা তো মস্ত কঠিন কথা।
হঠাৎ কিছু ফেললেও তাই লিখে
         কাটা ছেড়ায় ব্যস্ত থাকি কত,
নিজের লেখায় হাজারটা খুঁত দেখে
         নিজের মনেই হই বড় বিব্রত।
কী আর করি, হবার যদি ছিল
        কবেই তবে মস্ত কবি হয়ে
যেতাম রঙিন বইয়ের পাতায় পাতায়
        আর পাঠকের মনের খাতায় রয়ে।
              -----------------