ম্লান তো হল মিলগুলি সব,
ক্লান্ত কবির ছন্দ বোধও।
চাই কবিতা অনাবৃতা,
আনকোরা আর চমকপ্রদ।
প্রেম বিরহ তাও অসহ,
ও সব শোনায় আজ সেকেলে।
বলতে যা চাও shortএ পাঠাও
message ক'রে, নয় eমেলে।
এ সব নিয়ে ঘাবড়ে গিয়ে
থমকিও না, nothing new.
বলতে হবে উচ্চ রবে
Hi, hello আর I love you.
সমস্ত কাজ হাইটেকে আজ,
কাগজ কলম চাই না তো আর।
ব্যস্ত জীবন, সঙ্গী এখন
মোবাইল এবং কম্পিউটার।
স্কন্ধে খাদির ব্যাগ ঝুলিয়ে
ছন্দে মাতা কবির মতো
চললে তাকে পথের বাঁকে
করবে সবাই কী বিব্রত !
কবিও তাই ছন্দ ছেড়ে
দ্বন্দ্ব ঝেড়ে ভাসুক স্রোতে।
থাক চালাকি, যতই ফাঁকি,
হবেই তাকে modern হতে।
--------------